মিশকার বাবা সূর্যকে বাধ্য করতে থাকে
হঠাৎ মিশকার বাবা সেনগুপ্ত বাড়িতে আসেন এবং সূর্যকে ডিভোর্স পেপার দিয়ে বলেন যদি নিজের ভালো চাও সূর্য , তবে এখনই দিপাকে ডিভোর্স দিয়ে দিবে ; এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় | তখন দীপা বলতে থাকে, আপনি কি বলছেন তার কোন ধারণা আছে ; শুনে রাখুন মিশকার সাথে সাথে আপনাকেও উচিত শিক্ষা দিব | মিশকার বাবা তখন বলতে থাকে তোমারও ধারণা নেই দীপা ; আমি কি করতে পারি , এমন অভিযোগে জেলে পাঠাবো যে সারাজীবন পুরো পরিবার জেলে কাটাবে | তখন লাবণ্য দিপাকে চুপ করে থাকার জন্য বলে; এরপর প্রবীর রেগে গিয়ে বলে তুমি কেন চুপ করতে বলছো লাবণ্য; এই অন্যায়ের প্রতিবাদ কেন করছ না; তখন মিস্টার বাবা বলতে থাকে লাবণ্য সেনগুপ্ত ভালো করেই জানেন আমি কি করতে পারি; তাই তিনি এতক্ষণ ধরে কিছুই বলছেন না | এরপর মিশকার বাবা সূর্যকে বিষয়টা ভেবে দেখার জন্য একদিনের সময় দিয়ে, সেখান থেকে চলে যায় | হ্যাঁ বন্ধুরা এমনটি হতে চলেছে আজকের পর্বে ; পরবর্তী এপিসোড সম্পর্কে জানতে হলে, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ!
Read More: Maximize Your Protection: Collision Insurance Insights from EverFi