স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রুপা

স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রুপা | সূর্য দীপা কান্নায় ভেঙে পড়ল অনুরাগের ছোঁয়া

স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রুপা: অনুরাগের ছোঁয়া সিরিয়ালে রুপার জ্ঞান ফিরে আসে কিন্তু রুপা কাউকে চিনতে পারছে না | তা দেখে সূর্য এবং দীপা কান্নায় ভেঙে পড়ে | সূর্য রুপার কাছে যে বলতে থাকে, আমি তোমার বাবা রুপামা | তুমি কি আমাকে চিনতে পারছ না | তখন রুপা বলতে থাকে, তুমি কে ! আর আমি এখানে কেন এসেছি | এই কথা শুনে সূর্য চুপ হয়ে যায় এবং বুঝতে বাকি রইল না যে রুপার স্মৃতিশক্তি লোপ পেয়েছে | দীপা অর্জুন কে জিজ্ঞেস করতে থাকে, রুপা এমন কেন করছে | তখন অর্জুন বলে, রুপা স্মৃতিশক্তি চলে গেছে | এই কথা শুনে দীপা কান্না করতে থাকে | সোনা রুপার কাছে এসে বলতে থাকে তুমি কি আমার কে চিনতে পারছ না পাকা মেয়ে | আমি তোমার বোন সোনা | তখন রুপা সোনার দিকে তাকিয়ে থাকে এবং বলে তুমি কে তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না | এরপরে হঠাৎ করে রুপা জ্ঞান হারিয়ে ফেলে | অর্জুন বলতে থাকে প্লিজ আপনার একটু বাইরে যান দীপার এখন একটু বিশ্রামের প্রয়োজন | এর পরে সূর্য এবং দীপা রুপার রুম থেকে চলে যায় এবং অর্জুন রুপাকে ওষুধ দিতে থাকে | কিছুক্ষণ পরে অর্জুন রুমের বাইরে চলে আসলে দীপা অর্জুনকে জিজ্ঞেস করে | আমার রুপার কি হয়েছে, ও এমন করছে কেন, তখন অর্জুন বলে যে, রুপার এখন একটু বিশ্রামের প্রয়োজন একটু সুস্থ হলে বুঝা যাবে এখন ঠিক বুঝা যাচ্ছে না | তাই বলতেও পারছিনা যে রুপা কতটা ব্রেনে আঘাত পেয়েছে ,ও একটু সুস্থ হলেই বুঝা যাবে | এরপর দীপা বলতে থাকে তোমার উপর পুরো বিশ্বাস আছে অর্জুন দা, একমাত্র তুমিই পারবে রুপাকে সুস্থ করে তুলতে | এরপর সূর্য বলতে থাকে আমাকে ক্ষমা করে দিও অর্জুন দা , আমি রাগের মাথায় তোমাকে অনেক অপমান করেছি | তখন অর্জুন বলতে থাকে ,আমি জানি যে আপনার তখন মাথা ঠিক ছিল না | যাই হোক এখন এই কথা পরে হবে, আপাতত আপনি রুপাকে নিয়ে চিন্তা করুন | এই বলে অর্জন সেখান থেকে চলে যায় | অন্যদিকে মিশকার বাবা সূর্যের সূর্যের অপমানের বদলা নেওয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে , হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন | ধন্যবাদ!

অনুরাগের ছোঁয়া: স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রুপা
অনুরাগের ছোঁয়া: স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রুপা

রুপাকে শেষ করতে এসে নিজেই বিপদে পড়ে গেল মিশকা
রুপা সুস্থ হয়ে উঠেছে
কঠিন বিপদে মিশকা
পুলিশের হাতে মিশকাকে তুলে দিল সূর্য
সেনগুপ্ত বাড়ি থেকে মিশকাকে বের করে দিল সূর্য লাবণ্য
মিশকা সাথে সাথে তার বাবা কেও জেলে দিয়ে দিল লাবণ্য
পাঁচ বছরের জেল হল মিশকার
সোনা রুপাকে বাড়ি ফিরিয়ে নিল সূর্য
অবশেষে সূর্য দীপার অভিমান ভাঙাতে পেরেছে
অর্জুনকে ধন্যবাদ জানাই সূর্য
নিজের ভুলের জন্য অর্জুনের কাছে ক্ষমা চাইলো সূর্য

Read More: নিজেদের মধ্যে বিষয়টা মীমাংসা করার জন্য দীপা এবং সূর্য উকিলের কক্ষে দেখা করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *