রুপার মাথার বাঁদিকে প্যারালাইজড হয়ে গিয়েছে তাই কথা বলতে পারছে না রুপা

অনুরাগের ছোঁয়া: রুপার মাথার বাঁদিকে প্যারালাইজড হয়ে গিয়েছে তাই কথা বলতে পারছে না রুপা

অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপা অর্জুন কে জিজ্ঞেস করতে থাকে রুপা এখন কেমন আছে | তখন অর্জুন দিপাকে বলে, রুপা আগের তুলনায় অনেক ভালো আছে ! আশা করি খুব তাড়াতাড়ি রুপার সুস্থ হয়ে যাবে | তবে রুপার একটু সমস্যা আছে, আশা করি তা দ্রুত ঠিক হয়ে যাবে |  দীপা বলতে  থাকে কি সমস্যা অর্জুন দা | ঠিক সেই সময় সেখানে সূর্য চলে আসে এবং বলতে থাকে রুপার বাপাস প্যারালাইস হয়ে গিয়েছে, তবে এখানে চিন্তা করার কিছু নেই এটা অল্প সময়ের জন্য, আস্তে আস্তে রুপা ঠিক হয়ে যাবে | তখন  অর্জুন বলতে থাকে ডাক্তার সূর্য সেন ঠিক বলেছেন, রুপার বাপাস একটু প্যারালাইসড হয়ে গিয়েছে | আশাকরি খুব তাড়াতাড়ি রুপার ঠিক হয়ে যাবে | এই কথা শুনে  দিপা চিন্তায় পড়ে যায় এবং বলতে থাকে, তোমার উপরে আমার খুব ভরসা রয়েছে অর্জুন দা | তাই আমি রুপাকে নিয়ে এত চিন্তা করছি না | এরপর সূর্য অর্জুনকে বলতে থাকে আমি ডাক্তার হিসেবে রুপাকে দেখতে চাচ্ছি যদি বাড়ির সবাই পারমিশন দেয় | তখন দীপা বলে আপনি যেতে পারেন | তখন অর্জুন ও বলে আপনি যেয়ে দেখতে পারেন রুপাকে | এরপর সূর্যের রুপার রুমে চলে যায় এবং রুপাকে পরীক্ষা করতে থাকে | অন্যদিকে মিশকাকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসা করা হয় | কিন্তু মিশকা কোনমতেই তার অন্যায় স্বীকার করতে চায় না | পুলিশ অফিসার হসপিটালে এসে বলতে থাকে, মিশকার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করা যাচ্ছে না | এমনটা হলে মিশকাকে আদালত ছেড়ে দিবে | এই কথা শুনে  দীপা বলতে থাকে আমি  মিশকার অন্যায়ের অভিযোগ প্রমাণ করে দিব | আপনি মিসকাকে আদালতে তোলার ব্যবস্থা করুন | তখন পুলিশ অফিসার বলে  আপনার এই নিয়ে চিন্তা করবেন না, এই ব্যবস্থা আমি করে দিব | এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় | হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন | ধন্যবাদ!

রুপার মাথার বাঁদিকে প্যারালাইজড হয়ে গিয়েছে
রুপার মাথার বাঁদিকে প্যারালাইজড হয়ে গিয়েছে

Read More: স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রুপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *