অর্জুনের জন্য  বেঁচে ফিরল ভিক্টর; ভিক্টর নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চাইলো

অর্জুনের জন্য  বেঁচে ফিরল ভিক্টর

অর্জুনের জন্য  বেঁচে ফিরল ভিক্টর; ভিক্টর নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চাইলো, হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আগামী  পর্ব | পৃথা যখন ভিক্টরকে জেলে ফেলে রেখে অর্জুন এর কাছে চলে যায়; তখন ভিক্টর তার মার ব্যবহারে কষ্ট পেয়ে, নিজেকে শেষ করার চেষ্টা করে | পুলিশ দীপার বাড়িতে এসে জানায়, ভিক্টোর আত্মহত্যা করার চেষ্টা করে | যেহেতু সে পুলিশ স্টেশনে এই কাজ করেছে, তাই আমরাই তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি | এই কথা শুনে দীপা তিস্তাকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায় | সেখানে যেয়ে দেখে, ভিক্টরের অবস্থা খুব খারাপ; দ্রুত তার জন্য রক্তের ব্যবস্থা করতে হবে | তখন অর্জন ভিক্টরকে বাঁচাতে নিজের রক্ত ডোনেট করে | অবশেষে ভিক্টর কিছুটা সুস্থ হয়ে যায় | 

অর্জুনের জন্য  বেঁচে ফিরল ভিক্টর
অর্জুনের জন্য  বেঁচে ফিরল ভিক্টর

অন্যদিকে পুলিশ ভিক্টরের রেখে যাওয়া একটি চিঠি জয় কে দেয় | ভিক্টরের চিঠিটা সকলে সামনে পড়তে থাকে  জয় | সেখানে  ভিক্টর তার অন্যায়ের জন্য তিস্তার কাছে ক্ষমা চায় |

Read More: রুপার মাথার বাঁদিকে প্যারালাইজড হয়ে গিয়েছে তাই কথা বলতে পারছে না রুপা

কিছুক্ষণ পরে ভিক্টরের জ্ঞান ফিরে আসে এবং নিজের অন্যের জন্য  তিস্তার এবং দীপার কাছে ক্ষমা চাইতে থাকে | যখন জানতে পারলো অর্জনের জন্য সে আজকে বেঁচে আছে  তখন  ভিক্টর অর্জুনের কাছে ক্ষমা চাইতে থাকে  |  ভিক্টর আরো বলতে থাকে,  মিশকাকে সে ইচ্ছে করে জেল থেকে পালাতে সহযোগিতা করেছে | এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় |  তখন দীপা  বলতে  থাকে,  তুমি জানো না ভিক্টর, তুমি কত বড় ভুল করেছো | তখন ভিক্টর বলতে থাকে, আমি জানি বৌদি আমি অনেক বড় ভুল করেছি | আর আমি তোমাদের এই বিপদ থেকে রক্ষা করব | এই কথা শুনে দীপা বলতে থাকে, এখন তুমি বিশ্রাম নাও ভিক্টর, এইসব পরে দেখা যাবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *