কথা আগামী পর্ব ২৫ জুলাই: কাকাই বলে, খুঁটি পুজো হয়ে গেছে, এবার হবে, ইলিশ উৎসব | এর পরে রান্নাঘরে কথা জানায় ,যে সে আজকে ইলিশের অনেক রকম পদ রান্না করবে | রান্না তে যে সমস্ত সবজি লাগবে সবটাই আসবে নার্সারি থেকে| বাড়িতে উৎসবের আয়োজন শুরু হয় | ছটকা সবাইকে ডাকে চেয়ার-টেবিল সরানোর জন্য | কারণ সবাই আজকে মাটিতে খাবে, একটু পরে ওড়না ছোট্রকাকে জিজ্ঞেস করে, ওই হারিপথ ছেলেটাকি আজকে এই বাড়িতে আসবে, না মানে প্রিয়া জিজ্ঞেস করছিল , তখনই ছটকা বলে প্রিয়াকে বল নিজের সংসারে মন দিতে, উপরে কথার হাতে একগাদা কচুপাতা দেখে এবি রেগে গিয়ে বলে, এটা বাড়ি না মহল, ছোটকা ব্যাপারটাতে প্রচন্ড মজা নিয়ে কথা কে বলে , খেলাটা কিন্তু এবার জমে গেছে , একটু পরে চিত্রা আর মিহির বাড়িতে আসে, বাড়িতে এত আদিখ্যেতা হচ্ছে দেখে চিত্রা মনে মনে ভাবে, এর থেকে তো আমি বাড়িতে বসে সিরিয়াল দেখতে পারতাম , খেতে বসে দাদা এবি উপরে প্রচন্ড রেগে যায়.
কথা আগামী পর্ব ২৫ জুলাই
আর বলে, ওই ছেলেটা চায়ের দোকানে, একটা কাকে না কাকে বসিয়ে রেখেছে দেখে মনে হয় একটা থাপ্পড় মারি , দাদান এমন ভাবে কথাটা বলে ,যে নীলাদ্রির গলায় জল আটকে যায়, এরপর খেতে বসে যখন প্রত্যয় আর ঋতুপর্ণা একে অপরের দিকে এভাবে তাকিয়ে থাকে, তখনই সবাই বুঝতে পারে যে প্রত্যয় আর ঋতুপর্ণার মাঝখানে কিছু একটা নিশ্চয়ই চলছে , এদিকে সবকিছুর মাঝখানে কথার মনটা খারাপ হয়ে যায়, এইটা ভেবে , এতগুলো আইটেম রান্না করলাম একটাও পাচক মশাই খেয়ে দেখতে পারবেনা,ছোটকা তারপরে এবির কাছে এসে বলে, তোকে এরকম লাগছে কেন, তুই কি হিংসা করছিস, এবি বলে তুমি আবার এই সমস্ত কথা বলছ আমাকে , আমাকে বেরোতে হবে , তখনই ছটকা বলে বেরুলে তো হবেনা, আমি যে কাজগুলো করতে বলেছিলাম, সেগুলো তোকেও করতে হবে, একটা অনুষ্ঠান হবে সেখানে সবাই যখন এভিকে থাকতে বলছে, তখন এবি বলে, আমি কেন এখানে থাকবো , আমারতো মনে ফুর্তি জাগে নি, তখনই মেণ্ডি এবিকে উস্কে দেওয়ার জন্য বলে
Read More: অর্জুনের জন্য বেঁচে ফিরল ভিক্টর; ভিক্টর নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চাইলো
আমার মনে হয়, গোবর দেবীর, ওই হ্যারি বস সাথে কোন রকম অ্যাফেয়ার চলছে, কথা বুঝতে পারে, যে এভি তার ওপরে রাগ করে ইলিশ মাছটা খেলো না, সেইজন্য এভি জন্য অল্প করে মাছ সরিয়ে রাখে কথা, তারপরে কথা এবিকে আটকে রাখার জন্য ছোটকাকে বলে, তুমি হ্যারি বস সেজে আমাকে ফোন করো, তারপরে এভিল সামনে গিয়ে কথা হ্যারিসের ফোনটা রিসিভ করে বলে, তুমি খাওয়া-দাওয়া করেছ তো, জানো আমরা আজকে এই বাড়িতে অনেক আনন্দ কোরছি, কথার সরিয়ে রাখা মাছের পিসটা AV দেখে ফেলে, AVভাবে, তারমানে হ্যারিসকে আজকে বাড়িতে ডাকা হবে, তারপরে এই মাছটা খাওয়ানো হবে, কথা এসে যখন দেখতে পারে মাছের পিসটা.ওই ভাবেই পড়ে আছে, তখন কথা মনে মনে অনেক কষ্ট পায় আর ভাবে আপনি আমার উপরে এতটাই রাগ করলেন যে একটু খেয়ে পর্যন্ত দেখলেন না.
কথা আজকের পর্ব,কথা আজকের নতুন পর্ব,কথা,কথা নাটক,কথা নিউ প্রমো,kotha today episode,kotha today full episode,kotha today new episode,kotha new promo,katha teaser,star jalsha new serial katha promo,katha serial promo,katha serial update,কথা নতুন পর্ব,কথা কালকের পর্ব,কথা আগামী পর্ব,কথা সিরিয়াল আজকের পর্ব,কথা আজকের পর্ব ২৪ জুলাই,কথা আগামী পর্ব ২৫ জুলাই,কথা গল্পের নতুন মোড়,কথা আজকের পর্ব ২৪ জুলাই রিভিউ,katha today,kotha serial,katha serial,kotha today